মাসিক সভাসমূহের নমুনা:
অধিবেশন নং-২১
সভার স্থানঃ- ইউ, পি অফিস
সময়ঃ- ১০.৩০টায়
তারিখঃ ২৭/০২/২০১৩খ্রিঃ
উপস্থিত সদস্যগনের নাম
১। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম চেয়ারম্যান
২। জনাব শাম্মি আক্তার বেবী সদস্যা
৩। জনাবা মির্জা মনিরা রানা ’’
৪। জনাব মর্জিনা বেগম ’’
৫। জনাব মোঃ আঃ বাতেন সদস্য
৬। জনাব কবির হোসেন ’’
৭। জনাব মোঃ আসাবুদ্দিন ’’
৮। জনাব ছালা উদ্দিন ’’
৯। জনাব ফেরদৌস মিয়া খাঁন ’’
১০। জনাব আবুল হাসেম ’’
১১। জনাব মুর্শিদ মিয়া ’’
১২। জনাব মোঃ আঃ মান্নান ’’
১৩। জনাব মোহাম্মদ হোসেন ’’
আলোচ্যসূচীঃ
ক) প্রথম সভার কার্যবিবরণী
খ) ২০১২-২০১৩ খ্রিঃ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্প বাসত্মবায়ন কমিটি গঠন প্রসংঙ্গে।
গ) বিবিধ।
অদ্যকার সভায় মোহাম্মদ আমিনুল ইসলাম, চেয়ারম্যান সাহেব পদাধিকার বলে সভাপতির আসন গ্রহণ করে, উপস্থিত সদস্যগনকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। প্রথমে গত সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হয় এবং উহা উপস্থিত সদস্যগনের সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।
অদ্যকার সভার ০২ নং আলোচনা অনুসারে সভাপতি সাহেব জানান যে, ২০১২-২০১৩ খ্রিঃ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্প বাসত্মবায়ন কমিটি গঠন নিয়ে সভায় আলোচনা হয়, বিসত্মারিত আলোচনার পর নিম্ন লিখিত প্রকল্পের জন্য প্রকল্প বাসত্মবায়ন কমিটি গঠন করা হয়।
১। ডোমরাকান্দি ঈদগাহ্ এর দেয়াল নির্মাণ।
অদ্যকার সভার আর বিশেষ কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
তারিখঃ ২৭/০২/২০১৩খ্রিঃ (মোহাম্মদ আমিনুল ইসলাম)
চেয়ারম্যান
০৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ
বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS