বরাবর,
চেয়ারম্যান
০৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
বিষয়ঃ অভিযোগ দাখিল প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীনি মোসাঃ রাবিয়া খাতুন, স্বামী মোঃ স্বপন মিয়া, গ্রামঃ পাড়াতলী, ডাকঘরঃ ছয়ফুল্লাকান্দি, উপজেলাঃ বাঞ্ছারামপুর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে, মোসাঃ রৌশনা বেগম, স্বামী মোঃ জসু মিয়া, গ্রামঃ পাড়াতলী, ডাকঘরঃ ছয়ফুল্লাকানিদ, উপজেলাঃ বাঞ্ছারামপুর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া বিবাদী রৌশনারা বেগম। আমার নিকট হইতে বিগত ২০/০৬/২০১১ ইং তারিখে ২০,০০০/- (বিশহাজার) টাকা পত্তনে নেয় এবং বৎসরে ১৫,০০০/- (পনের হাজার) টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এ যাবত ২ বৎসর হলো সে আমাকে কোন টাকা পয়সা দিচ্ছে না টাকার কথা জিজ্ঞাসা করলে নানা ধরনের তাল বাহানা করিতেছে। আমি তাহার নিকট সর্ব সাকুলে মোট ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা পাওনা আছি।
অতএব, হুজুরের নিকট বিনীত অনুরোধ দয়া করে আমার পাওনা টাকা আদায় করতে হুজুরের যেন মর্জি হয়।
বিনীত নিবেদক
মোসাঃ রাবিয়া খাতুন
স্বামীঃ স্বপন মিয়া
গ্রামঃ পাড়াতলী
ডাকঘরঃ ছয়ফুল্লাকান্দি
উপজেলাঃ বাঞ্ছারামপুর
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS