Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ছয়ফুল্লাকান্দি

কালের স্বাক্ষী বহনকারী তিতাস নদীর তীরে গড়ে  উঠা বাঞ্ছারামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ।

কাল পরিক্রমায় আজ ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

অফিসের  নামঃ ০৬ নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ

অফিসের ঠিকানাঃ গ্রাম+ডাকঘরঃছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রা‏‏হ্মণবাড়িয়া।

১। ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা = ১১ টি

২। ওয়ার্ড সংখ্যা = ০৯ টি

৩। বাজার সংখ্যা =০৭ টি

৪। ইউনিয়নের মোট লোকসংখ্যা = ২৫২৭১ জন

৫। কলেজের সংখ্যা = ০১টি

৬। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা = ০১ টি

৭। দাখিল মাদ্রাসার সংখ্যা = ০১ টি

৮। হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা = ০৬টি

৯। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা = ০৮

১০। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা = ০৫টি

১১। ঈদগাহ এর সংখ্যা =  ১৪ টি

১২। করবস্থানের সংখ্যা = ১১ টি

১৩। সুবিধাভোগীদের সংখ্যা = ২২৫০ জন

১৪। মসজিদের সংখ্যা = ৪০ টি

১৫। কিন্ডার গার্টেন এর সংখ্যা = ০৪ টি

১৬। ভূমি অফিসের সংখ্যা = ০১টি

১৭। হাসপাতালের সংখ্যা = ০১ টি

১৮। ব্যাংকের সংখ্যা = ০১ টি

১৯। কমিউনিটি হাসপাতালের সংখ্যা = ০৩টি।